রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে – এডিশনাল পিপি শামসুল

20

সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। এজন্য তিনি রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে হিংসা-বিদ্বেষ, হানাহানি ও অহংকার ভুলে গিয়ে সকলকে সুন্দর সমাজ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।’
বৃহস্পতিবার নগরীর মীরেরময়দানস্থ একটি রেষ্টুরেন্টে স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সমন্বয়ক এডভোকেট আলা উদ্দিন । এডভোকেট মখলিছুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বজন আফজাল হোসেন, নিজাম উদ্দিন, সুবেদুর রহমান মুন্না, আমিনুল ইসলাম সোহেল, মোহাম্মদ আলী মিলন, এডভোকেট বিকাশ রঞ্জন অধীকারী, মুজিবুর রহমান মালদার, লুৎফুর রহমান, এডভোকেট. সাইফুল ইসলাম তালুকদার, এডভোকেট জয়শ্রী দাস জয়া, ফারমিস আক্তার, মোবাশ্বিরা বেগম পারু, এডভোকেট নির্মলেন্দু গুন চৌধুরী পান্না, এডভোকেট আব্দুল মালেক, জাহাঙ্গির আলম, তোফায়েল, সৈয়দ ইলিয়াস, এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, বারিন্দ্র দাস সজিব, আনহার মিয়া, শমশের আলী সারো, এম রশিদ আহমদ, মাসুদ কামাল সুফি, নজির হোসেন লাহিন, রিয়াজ আল মামুন, আকিল আহমদ। বিজ্ঞপ্তি