আইনজীবীদের ঐক্যবদ্ধ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করে বিচার বিভাগকে স্বাধীন রেখেছেন, যে কারণে বিচারহীনতার সংস্কৃতি দূর হয়েছে।
বুধবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট এর উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্বিতীয় বার হলে আয়োজিত এ অনুষ্ঠানের বক্তব্যে তিনি মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আইনজীবীদের ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাওয়ারও আহ্বান করেন।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য এডভোকেট মো. মনির উদ্দিন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ.এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুল হক জামিল, সিলেটের জিপি এডভোকেট খাদেমুল মিল্লাত মো. জালাল, ভিপি জিপি এডভোকেট রাজ উদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, দায়রা জজ আদালতের পিপি মো. মফুর আলী, এডিশনাল পিপি জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়নুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুস, সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, যুগ্ম সম্পাদক শংকর লাল দাস, সাবেক যুগ্ম সম্পাদক জুবের বখত, মুস্তফা দিলওয়ার আল আজহার, দেলওয়ার হোসেন দিলু, আব্দুস সাত্তার, আকমল খান, এন আই এম মাসুম চৌধুরী।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ.কে.এম শমিউল আলম ও বর্তমান সাধারণ সম্পাদক হোসেন আহমদের যৌথ পরিচালনায় আরও উপস্থিত ছিলেন- সমিতির নির্বাচন কর্মকর্তা মিশকাতুন নূর, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এপিপি মাহফুজুর রহমান, পিপি আবদুল মালেক, এপিপি মোস্তফা শাহিন, ফারুক চৌধুরী, আনোয়ার হোসেন, সাইফুর রহমান, মুমিনুর রহমান টিটু, মাসুম আহমদ, সমিতির সাবেক সহ-সম্পাদক ইমরান আহমদ, বর্তমান সহ-সম্পাদক খন্দকার রানা, রবিউল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন এডভোকেট এ কে এম শমিউল আলম। এছাড়া সিলেট আদালতের অনেক আইনজীবীরা ইফতার মাহফিলে অংশ নেন। বিজ্ঞপ্তি