স্পোর্টস ডেস্ক :
গা গরমের ম্যাচে বৃষ্টির হানা। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে পুরোটা সময় ড্রেসিং রুমে মুখ ভার করে বসেই থাকতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। রবিবার নিজেদের প্রথম বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির হানায় পরিত্যক্তই হয়ে গেল। মাশরাফি বিন মর্তুজাদের চেয়েও মুখ ভার বেশি সরফরাজ আহমেদদের। কারণ টানা হারের মধ্যে থাকা পাকরা প্রথম প্রস্তুতি ম্যাচে এমনকি উঠতি ক্রিকেট শক্তি আফগানিস্তানের কাছেও হেরে গেছে। তাই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি খেলে কিছুটা হলেও নিজেদের চাঙ্গা করার সুযোগ ছিল। সেই সুযোগটা হারিয়েছে পাকরা।
কিছুদিন আগেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। তাই মাশরাফির নেতৃত্বে এই মুহূর্তে বেশ ফুরফুরে মেজাজে উজ্জীবিত টাইগাররা। কিন্তু ইংল্যান্ডে উইকেট পরিস্থিতির দিক থেকে কিছু পরিবর্তন আছেই। আর বাংলাদেশ দলের এখন একাদশ গড়া নিয়ে আছে বড় চ্যালেঞ্জ। সবাই বেশ ফর্মে আছেন। তাই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকজন ক্রিকেটার তাদের যোগ্যতা ও সামর্থ্যরে পরীক্ষা দিতে পারতেন। কিন্তু সোফিয়া গার্ডেন্সে বৃষ্টির দাপটে টস করার জন্যই নামতে পারেননি উভয় অধিনায়ক। পাকিস্তান দল সম্প্রতিই ইংল্যান্ডের মাঠে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। আবার প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানদের কাছে ৩ উইকেটে হেরে যাওয়ায় এই শেষ প্রস্তুতি ম্যাচটি বেশ জরুরী ছিল পাকদের জন্য। কিন্তু বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্তই ঘোষণা করলেন। ফলে মূল লড়াইয়ে নামার আগে পাকদের আর ম্যাচ প্র্যাকটিসের সুযোগ থাকল না। তবে একই ভেন্যুতে শক্তিশালী ও ফেবারিট ভারতের বিরুদ্ধে মঙ্গলবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ আছে টাইগারদের।