রোমানুর রোমান
ধান থেকে খই হয়
চাল থেকে মুড়ি,
শর্করা বেশি খেলে- বেড়ে যায় ভুড়ি।
মন্ত্রী বুঝেনি
বুঝেছে পরে,
ভুড়ি যখন বেড়েছে- চিন্তাতে মরে।
করি কী ধান চাল
প্রলেপের মোমে,
পেট ফুলে যাক সবারই-দাম দিলো কোমে।
গরীবরা খই খাক
মুড়ি খাক ধনী,
রোজা গেলে ধান চালের- দাম বাড়াবোনি।