শিপন আহমদ ওসমানীনগর থেকে :
ওসমানীনগরে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়ন প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ, যৌতুক ও নারী নির্যাতনসহ অন্যান্য অপরাধ দমনে প্রধান অতিথির সচেতনতামূলক বক্তব্যে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সকলস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উদঘাটন করা যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মো: মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান এম এ মতিন গেদাই, সাদীপুর ইউপি চেয়ারম্যান হাজি আব্দুর রব, মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া, উমরপুর বাজার টাইটেল মাদ্রাসার মুহাতামিম হাফিজ শিহাব উদ্দিন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ ছইল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, উপজেলা যবলীগের সভাপতি আনা মিয়া, প্রভাষক আমিনুল ইসলাম রাসেল। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা জসিম উদ্দিন, গীতা পাঠ করেন, রিপন সূত্রধর। উমরপুর ইউনিয়নের বিট অফিসার থানার এসআই মুমিনুল ইসলাম পিপিএম ও ইউপি সচিব মারুতি নন্দন দামের যৌথ পরিচালনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক, শানুর মিয়া, হাজি গৌছ মিয়া, সত্যেন্দ্র কুমার দেব, সাবেক মেম্বার মোফাচ্ছির আলী, আব্দুস শহিদ, ইউপি সদস্য আব্দুল আলিম খোকন, আব্দুল খালিক, জুয়েল মিয়া, মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার পাল, হাজি সোলেমান খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাতেহা খানম, উমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ডা: সুমন সূত্র ধর,যুবলীগ নেতা ইকবাল মিয়া প্রমুখ।