পূজা উদযাপন পরিষদের সভায় বক্তারা ॥ সংখ্যালঘুদের নির্যাতন-নিপীড়ন করলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না

40

দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন-নিপীড়ন, ভূমিদখল বন্ধ না করলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে দেশ গঠনের আহ্বান জানান। সভায় পঞ্চগড় জেলার আইনজীবী এডভোকেট পলাশ কুমার রায়কে জেলখানার অভ্যন্তরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।
১৭ মে শুক্রবার সকাল ১১টায় বন্দরবাজারস্থ ব্রহ্মময়ী মন্দিরে আয়োজিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি নিরঞ্জন কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, শিবব্রত ভৌমিক চন্দন, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক শৈলেন কর, দপ্তর সম্পাদক সাংবাদিক অপূর্ব পাল, প্রচার সম্পাদক বিমল কান্তি দে, সহ সাংস্কৃতিক সম্পাদক শংকর দাস শঙ্কু, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিতু কান্ত দাস, সহ মহিলা সম্পাদক মাধুরী গুণ, কার্যকরি সদস্য অধ্যাপক ঋষিকেশ ধর, নিশি কান্ত পাল, প্রতাপ তালুকদার, এডভোকেট সুজিত বৈদ্য, মঞ্জুলাল দাস, স্বপন মোদক।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশ ও গঠনতন্ত্রের মর্ম মতে সিলেট জেলা শাখার ১০জন কপ্ট সদস্যরা হলেন, রবীন্দ্র কুমার দাস, সুবাস চন্দ্র পাল ছানা, এডভোকেট রাসেল কান্ত দাস, শংকর চন্দ্র দাস, রংগেশ কুমার দাস, বিদ্যুৎ সেন, সামন্ত ধর, রিংকু চক্রবর্তী, রজত চক্রবর্তী, এড. পরিমল দেবনাথ। বিজ্ঞপ্তি