জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সরকারি রাস্তায় ল্যাট্রিনের ময়লা ফেলার ঘটনায় প্রতিবাদ করা নিয়ে প্রতিপক্ষের হামলায় ২ প্রতিবাদী আহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গ্রামের সরকারি রাস্তার কিছু অংশ দখল করে ল্যাট্রিন বানিয়েছে গ্রামের আবদুল ছমির বাটুল, চান মিয়া ও আবদুল কালামের লোকজন। তাদের তৈরি করা এসব ল্যাট্রিনের ময়লা-আবর্জনা প্রতিনিয়ত রাস্তায় এসে পড়ে। এসব ময়লা মাড়িয়ে গ্রামের লোকজনকে এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়।
অবশেষে ১৬ মে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মসজিদ থেকে নামাজ শেষে বাড়িতে ফেরার পথে এসব ময়লা মাড়িয়ে যেতে যেতে গ্রামের আবদুল কাদির নামের এক মুসল্লি প্রতিবাদ করেন। এরই জের ধরে প্রতিপক্ষ বাটুল ও কালামের লোকজনের হামলায় প্রতিবাদী আবদুল কাদির (৫৫) ও সাবেক উদ্দিন (৪৫) আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ১৭ মে শুক্রবার জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।