ক্বোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের প্রশিক্ষণের বিকল্প নেই – মাওলানা মুহিবুল হক গাছবাড়ী

26

ক্বোরআন নাযিলের মাসে পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, বিশুদ্ধ তেলাওয়াতের প্রশিক্ষণের ব্যবস্থার বিকল্প নেই। কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ পরিচালিত প্রধান কেন্দ্র মাদ্রাসায়ে নুরুল কোরআন ও বায়তুল ফালাহ জামে মসজিদ, পরিষদ কমপ্লেক্স, এতিম স্কুল রোড, বাগবাড়ী, সিলেট-এ কেন্দ্র পরিদর্শনে গেলে সিলেটের দরগাহ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুুহিবুল হক গাছবাড়ী উপরোক্ত বক্তব্য পেশ করেন।
গত ১৪ মে মঙ্গলবার বাদ নামাজে জোহর বাগবাড়ীস্থ পরিষদ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও শায়খুল কোররা মাওলানা ক্বারী আব্দুল হাকিম। পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান জালালাবাদীর পরিচালনায় সভায় এতে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দরগা মাদ্রাসায় মুহাদ্দিছ মাওলানা আতাউর রহমান, মাওলানা মুস্তাকিম বিল্লাহ, মাওলানা আবু ছফি নুরুল্লাহ, মাওলানা আছাদ জামান, হাফিজ সৈয়দ মাহফুজ এলাহী, মাওলানা ছহুল আহমদ, মাওলানা সৈয়দ আবিদ আহমদ, মাওলানা ইমদাদুর রহমান, মাওলানা আমির হামজাহ, সৈয়দ মনজুরে এলাহী প্রমুখ। বিজ্ঞপ্তি