হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান বাবুল, সেক্রেটারী শিরু

28

হজ্ব এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর ২০১৯-২১ মেয়াদের কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ এপ্রিল নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। নির্বাচনে এম শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বাধীন হাব সম্মিলিত ফোরাম বিপুল ভোটের ব্যবধানে পূর্ণ প্যানেলে (ঢাক-চট্টগ্রাম-সিলেট) বিজয়ী হয়। এতে মোতাহার হোসেন বাবুল (সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস) হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান এবং জহিরুল কবির চৌধুরী শিরু (লতিফ ট্রাভেলস) সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। অন্যান্যদের মধ্যে তৈয়বুর রহমান নানু (নিউ মডার্ণ ট্রাভেলস) কেন্দ্রিয় ইসি সদস্য, মো. গিয়াস উদ্দিন (ডিসকভারী সিলেট ট্রাভেলস এন্ড ট্যুরস) ভাইস চেয়ারম্যান, কামরুজ্জামান বাবুল (আলম ট্রাভেলস) অর্থ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া নির্বাচিত বাকি সদস্যরা হলেন, মোহাম্মদ আব্দুল কাইউম (আকাবা ট্রেডিং কর্পোরেশন), মাশহুদ আহমদ (রব্বানী ওভাসিজ এভিয়েশন), খন্দকার ইসরার আহমদ রকি (সিপার এয়ার সার্ভিস), মোহাম্মদ কবির আহমদ (মোহম্মদীয়া ট্রাভেলস এন্ড ট্যুরস) এবং কামরুজ্জামান জুবের (এয়ার শাহপরান ইন্টারন্যাশনাল)। বিজ্ঞপ্তি