কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় কানাইঘাট উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। গোটা উপজেলায় মাত্র ২৫ জন পরীক্ষার্থী এ প্লাস পেয়েছেন। ২২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৫’শ ৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ২০৬৭ জন পরীক্ষার্থী। উপজেলার এসএসসি পরীক্ষার পাসের হার ৮০.০৮। সার্বিক ফলাফলের দিক থেকে কানাইঘাটর সরকারী উচ্চ বিদ্যালয় কে পিছনে ফেলে মালিক নাহার মেমোরিয়াল একাডেমী উপজেলা পর্যায়ে শীর্ষস্থান দখল করেছে। এ প্রতিষ্ঠান থেকে ১৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৬৪ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন ও সর্বোচ্চ ৯ জন এ প্লাস পেয়েছেন। ফলাফলের দিক থেকে উপজেলার একমাত্র সরকারি স্কুল কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১২০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৬টি এ প্লাস সহ ১০৪ জন, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০৭ জনের মধ্যে ৭১ জন, বীরদল এনএম একাডেমী থেকে একটি এ প্লাস সহ ৯৯ জনের মধ্যে ৯০ জন, বড়দেশ উচ্চ বিদ্যালয় থেকে ১২২ জনের মধ্যে ৯৩ জন, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১২২ জনের মধ্যে ১০১ জন, গাছবাড়ী মডার্ণ একাডেমী থেকে ২৫১ জনের মধ্যে ৩ টি এ প্লাস সহ ২২৯ জন, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয় থেকে ৫৫ জনের মধ্যে ৪১ জন, ঝিঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৯৫ জনের মধ্যে ৮৪ জন, সুরমা উচ্চ বিদ্যালয় থেকে একটি প্লাস সহ ১৯৫ জনের মধ্যে ১৬৪ জন, সড়কের বাজার উচ্চ বিদ্যালয় থেকে একটি এ প্লাস সহ ২০৪ জনের মধ্যে ১৫৩ জন, সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ১০৫ জনের মধ্যে ৮৭ জন, চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১১২জনের মধ্যে ৯৮ জন, মূলাগুল হারিছ চৌধুরী একাডেমী থেকে ১০৩ জনের মধ্যে ৭১ জন, জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১০৮ জনের মধ্যে ৯৭ জন, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৯১ জনের মধ্যে ৪টি এ প্লাস সহ ১৩৫ জন, সুরইঘাট উচ্চ বিদ্যালয় থেকে ১০৭ জনের মধ্যে ৭১ জন, কাড়াবাল্লা বিদ্যানিকেতন থেকে ৪৯ জনের মধ্যে ৪১ জন, বড় চতুল হাইস্কুল থেকে ৫৭ জনের মধ্যে ২২ জন, বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয় থেকে ৫২ জনের মধ্যে ৩৮ জন, কানাইঘাট পাবলিক হাই স্কুল থেকে ৮৫ জনের মধ্যে ৬২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। কারিগরি শিক্ষাবোর্ড থেকে সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও হারিছ চৌধুরী টেকনিকেল স্কুল এন্ড কলেজ থেকে ৬৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৪৬ জন পাস করেছেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১৩ টি মাদ্রাসা থেকে ৬১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২টি এ প্লাস সহ ৫০৩ জন উত্তীর্ণ হয়েছেন।