হাসান মাহমুদ
সময় চলে যাবে আপন গোত্রে
থেকে যাবে মধুর এই স্মৃতি
কেউ পেছনে রবে কেউ হারাবে মাঝ পথে
সমান্তরাল জীবন চেনে আপন গতি।
বয়ে যাবে সময় বাড়বে দূরত্ব
জীবনের বাস্তব আহ্বানে।
নষ্ট হবে না স্মৃতির এলবাম
বারে বারে ফিরে আসবে মনের কোণে।
জীবন নায় বহুদুরে যাবে
কালের গ্রোতাগ্রতির গ্রোতে,
শুধু স্তব্ধ নিথর স্মৃতির বালিকা রাশি
বন্ধুত্ব বাঁধনের মহা রথে।
রক্তের বাঁধন এখানে হেরেছে,
হেরে গেছে অর্ধাঙ্গির বাঁধন
অসীম দুর্জয় নিঃস্বার্থ মহা প্রতাপি
বন্ধুত্ব নামের গড়ন।