সিলেট সদর উপজেলার টুকেরবাজার তেমুখী পয়েন্টস্থ জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা.) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরে শিক্ষা সমাপ্ত উপলক্ষে ‘বিদায় ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান গত ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে জামেয়া হল রুমে অনুষ্ঠিত হয়।
জামেয়ার ভারপ্রাপ্ত মুহতামিম হাফিজ আশিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাসচিব মাওলানা মিসবাহুজ্জামান। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুশ শহিদ, লেখক শামসীর হারুনুর রশীদ, মুফতি আরমান হুসাইন, হাফিজ মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জুনাইদ আহমদ, মুফতি আব্দুল আহাদ, মাওলানা শহিরুজ জামান, হাফিজ মাওলানা আতাউর রহমান, মাস্টার হাবিবুর রহমান তালুকদার, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, হাফিজ জাকারিয়া আহমদ প্রমুখ।
সভায় বক্তারা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমার আমাদের রুহানী সন্তান, তোমাদের সফলতা মানে আমাদের সফলতা। জীবনের সর্বক্ষেত্রে তালিমী মুরব্বির কথা আমলে নিও। প্রত্যেকেই যোগ্যতা-দক্ষতা অর্জন করে ইসলাম ধর্মের প্রচার-প্রসার, মাতা-পিতা-শিক্ষকের খেদমতের সাথে সাথে সদাসর্বদা সৎ ব্যবহার করতঃ জনসেবায় নিজেদের উৎসর্গ করবে। তোমাদের দুনিয়া-আখেরাতের অজস্র কল্যাণ কামনায় আমরা মহান আল্লাহর নিকট দোয়া করব।
ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আস সিদ্দিক ছাত্র সংসদের জি.এস হাফিজ রাশাদ আহমদ ও হাফিজ মিজানুর রহমান, ফাহিম আহমদ, হাফিজ মঈনুল ইসলাম ও হাফিজ জামাল আহমদ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি