কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট পৌরসভার রায়গড় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কানাইঘাট-দরবস্ত রাস্তায় বেপরোয়া অটোরিক্সা (সিএনজি) গাড়ীর ধাক্কায় হাসান আহমদ (১২) নামে এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। হাসান আহমদ স্থানীয় রায়গড় গ্রামের হতদরিদ্র আলমাছ উদ্দিনের পুত্র। আশংকাজনক অবস্থায় শিশু হাসান কে সিওমেক হাসপাতালে তাৎক্ষণিক পাঠানো হয়েছে। বেপরোয়া সিএনজি গাড়ীর ধাক্কায় হাসান গুরুতর আহত হলে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন পল্লীবিদ্যুতের সামনে প্রায় আধা ঘণ্টা রাস্তা অবরোধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে শান্ত করে অটোরিক্সা গাড়ীর চালককে গ্রেফতারের আশ্বস্ত করলে লোকজন অবরোধ তোলে নেন। দুর্ঘটনার শিকার সিএনজি গাড়ীটি থানায় নিয়ে আসে পুলিশ। থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার জানান, সিএনজি অটোরিক্সা আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু হাসান আশংকা জনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন। তার মাথায় ও মুখমন্ডলের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে।