পানিগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা

28

দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের পানিগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১০ মার্চ রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
পানিগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা সিরাজুল হক শায়েস্তার সভাপতিত্বে ও বিদ্যালয় সাপোর্ট কমিটির সদস্য আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কর্মাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ সৈয়দ এম.এ কাইয়ুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম খলিল, রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল মাদরাসা শাখা দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট পরিচালনা কমিটির সভাপতি ও রাখালগঞ্জ কে.সি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ¦ সৈয়দ এম.এ মুহিত।
মাওলানা বেলাল আহমদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাখালগঞ্জ এলাকার বিশিষ্ট মুরব্বী মুতাহির আলী ময়না মিয়া, মোনহর আলী মনু, রাখালগঞ্জবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি বাবলু মিয়া, বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল মালিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আহমদ, বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সহ সভাপতি শফিক উদ্দিন, সহ সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সদস্য ছমির উদ্দিন, গৌছ উদ্দিন, জামাল উদ্দিন, মোঃ খলকুজ্জামান, পানিগাঁও বায়তুল মোয়াজ্জম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী শহিদুল হক, লোকমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সত্ত্বাধিকারী লোকমান আহমদ, পানিগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করিমুল এহসান, সহকারী শিক্ষক সাদিয়া আক্তার, রাবিয়া বেগম শিউলী, রেবিনা বেগম ও আব্দুস সামাদ। এছাড়ও এলাকার সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথি আলহাজ¦ সৈয়দ এম.এ কাইয়ুম বিদ্যালয়ের জন্যে ৩৩ শতক ভূমি দান করেন। অনুষ্ঠানে শেষে উক্ত ৩৩ শতক ভূমি এলাকাবাসীর উপস্থিতিতে বিদ্যালয় বাস্তবায়ন কমিটিকে সমজিয়ে দেন। বিজ্ঞপ্তি