স্টাফ রিপোর্টার :
এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের আধিপত্যকে কেন্দ্র করে আবারও দু’পক্ষের সংঘর্ষে ৩ ছাত্র আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের হোসাইন আহমদের অনুসারী ও সরকারি কলেজ ছাত্রলীগের নেতা নাজমুল অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে- এমসি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র জাহাঙ্গির আলম (২৪), একই কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের জাবের আহমদ (২৩) ও ডিগ্রী দ্বিতীয় বর্ষের আলমগীর। তারা ৩ জনই এমসি কলেজ ছাত্রলীগের হোসাইন আহমদের অনুসারী। আহতদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, কলেজের জারুলতলায় জাবেরের নাজমুল অনুসারী এক ছাত্রলীগ কর্মীর মধ্যে আধিপত্য নিয়ে কথা কাটাকাটি হয়। এতে নাজমুল অনুসারীরা এমসি কলেজ ক্যাম্পাসে রামদা, রড, জিআর পাইপ, হকিস্টিক নিয়ে ধাওয়া করে। অন্যদিকে হোসাইন অনুসারী এমসি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ছাত্রাবাস থেকে ক্যাম্পাসে এসে অবস্থান নেয়। এ সময় তাদের দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। এতে এমসি কলেজের ৩ ছাত্র আহত হন। পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় কোন অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
উল্লেখ্য, সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারী আধিপত্য নিয়ে এ দুটি গ্রুপ কলেজে সংঘর্ষে জড়ায়।