বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ॥ সিলেটে বাণিজ্য মেলা আয়োজনের জন্য নির্দিষ্ট মাঠ বরাদ্দের আশ্বাস

63
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি’র সাথে সৌজন্য সাক্ষাতকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।

গত ৯ মার্চ শনিবার সিলেট সার্কিট হাউসে সিলেট চেম্বার এর সভাপতি খন্দকার সিপার আহমদ এর নেতৃত্বে সিলেট চেম্বার নেতৃবৃন্দ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি’র সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় মন্ত্রী সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সাক্ষাতকালে চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে প্রতিবছর বাণিজ্যমেলা আয়োজনের জন্য একটি উপযোগী মাঠ নির্ধারণ করে দেওয়ার অনুরোধ জানান। তিনি চট্টগ্রামের মতো সিলেটে একটি ট্রেড সেন্টার স্থাপন এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালুর দাবী জানান। তিনি ফল আমদানিতে বিরাজমান বিভিন্ন সমস্যাবলী তুলে ধরে তা নিরসনে বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি আমদানী-রপ্তানীকারকদের সুবিধার্থে সিলেটে একটি কার্গো ভিলেজ স্থাপনের দাবী জানান। চেম্বার সভাপতি আরো বলেন, বর্তমান সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত ও দূরদর্শী চিন্তাধারার ফলে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত মজবুত ভিতের উপর দাঁড়িয়েছে। তিনি অর্থনীতির এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখার অনুরোধ জানান। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে যা কিছু করা দরকার বর্তমান সরকার তা করবে। এক্ষেত্রে সিলেট অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি সিলেটে প্রতিবছর বাণিজ্যমেলা আয়োজনের জন্য একটি মাঠ বরাদ্দের ব্যাপারে জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি ফল আমদানিতে বিরাজমান সমস্যাবলী নিরসন এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার ফ্লাইট চালুর ব্যাপারে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ হিজকিল গুলজার, মোঃ সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, হুমায়ুন আহমেদ, মুজিবুর রহমান মিন্টু, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট স্বর্ণলতা রায়, সিলেট বিভাগীয় ফল আমদানীকারক গ্রুপের সভাপতি মোঃ আবুল কালাম প্রমুখ। বিজ্ঞপ্তি