জাতির সামনে মেননকে ক্ষমা চাইতে হবে – জমিয়ত

39

জাতীয় সংসদে দেওয়া বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপিকে রাষ্ট্রবিরোধী আখ্যায়িত করে অনতিবিলম্বে তাকে প্রকাশ ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর। ৩ মার্চ জাতীয় সংসদে আলেম সমাজকে কটুক্তি করে কওমী মাদ্রাসাকে ‘বিষবৃক্ষ’ সম্বোধন করে দেওয়ার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর জমিয়ত। জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান।
৮ মার্চ শুক্রবার সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয় রাষ্ট্রীয় কোন সহযোগিতা ছাড়া দেশে শিক্ষার হার বৃদ্ধি, দুর্নীতি, মাদকমুক্ত, সমাজবিনির্মান এবং একটি ধর্মপ্রাণ জাতি উপহার দিতে কওমী মাদ্রাসা অনন্য নজির স্থাপন করেছে যা ইতিহাসে বিরল। বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি কওমী মাদ্রাসাকে ‘বিষবৃক্ষ’ বলে সম্বোধন করে রাশেদ খান মেনন রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছেন উল্লেখ করে জমিয়ত নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সৎ, যোগ্য ও ধর্মপ্রাণ নাগরিক তৈরির পবিত্র স্থান হচ্ছে কওমি মাদ্রাসার। রাশেদ খান মেনন ‘বিষবৃক্ষ’ বলে আলেম-উলামা, ছাত্র সমাজ ও কোটি ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত করেছে। এজন্য অবিলম্বে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপিকে তার বক্তব্যের জন্য জাতির সামনে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় তৌহিদী জনতাকে সঙ্গী নিয়ে তার সকল ইসলাম বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়। বিজ্ঞপ্তি