মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম। ২৪ ফেব্রুয়ারি রবিবার জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের ফসল রক্ষা বাঁধের বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন ইউএনও। এ সময় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী নাসির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক জাহির মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাঁধের কাজের কিছু ত্র“টি-বিচ্যুতি হলেও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে ইউএনও আশাবাদ ব্যক্ত করেন। তবে পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য মুকিত মিয়া ও আবুল কালামের কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করলেও অন্য পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য ইসরাক আলী ও নারী ইউপি সদস্য এলাচি বিবির কাজ দেখে অসন্তোষ প্রকাশ করেন। তাই নির্ধারিত সময় ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে তিনি সকল পিআইসি কমিটিকে তাগিদ দেন। তবে ইউপি সদস্য ইসরাক আলী সময়ের আগেই আমার কাজ শেষ হবে তিনি ইউএনও কে জানান।
এছাড়া রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার কাজ সন্তোষ জনক। পরে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা ও ইউপি সদস্য আবুল কালাম নিজ নিজ কাজ পরিদর্শন কালে দ্রুত মান সম্পন্ন কাজ শেষ করতে তারা শ্রমিকদের নির্দেশ প্রদান করেন। তবে সরজমিনে দেখা যায়, নিজ নিজ কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে পিআইসি কমিটিদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। নিজের কাজ আগে শেষ করে তারা যেন দায় মুক্তি পেতে চায়।