বিশ্বের সাথে দেশকে তথ্য প্রযুক্তির শিকড়ে নিতে হবে – ইউএনও মিন্টু চৌধুরী

18

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী বলেছেন, সুখি সমৃদ্ধ দেশ গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে যুবকদের আতœকর্মশীল হয়ে গড়ে উঠতে হবে। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি যুগে বহি:বিশ্বের সাথে বাংলাদেশকে তথ্য প্রযুক্তির শিকড়ে নিতে হবে। প্রশিক্ষণার্থাদের প্রশিক্ষণ আরোও ত্বরান্বিত করতে আরো বেশী করে কাজ করার আহবান জানান। তিনি ১৩ ফেব্র“য়ারী বুধবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুলস্থ বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ ও সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ক্বারী ফয়ছল আলম এর সভাপতিত্বে ও শিক্ষার্থী মোছাঃ হুসনা বেগম এর পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফখরুজ্জামান, এডভোকেট ড. মোঃ শহিদুল ইসলাম শহিদ, লিডিং পাওয়ার সোসাইটির চেয়ারম্যান মোঃ সুজন উদ্দিন খান, শিক্ষক মোঃ সাঈদ আহমদ আলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রশিক্ষক ফারিয়া তাসলিম তমা, সহকারী প্রশিক্ষক তানজিনা আক্তার তানিয়া, সেবা বেগম, কল্পনা বেগম, প্রশিক্ষক মোঃ আফজাল হোসেন, র্উমী আক্তার, ফারহানা আক্তার ইমা প্রমুখ। বিজ্ঞপ্তি