মতামত ॥ নগরীর ৪০টি গুরুত্ব্পূর্ণ পয়েন্টে প্রচন্ড যানজট, দূরীকরণে চাই সঠিক উদ্যোগ

33

জেড.এম.শামসুল :
সিলেট বিভাগীয় শহরের প্রতিটি রাস্তা, সড়কÑমহাসড়কে প্রচন্ড যানজটের শিকার মহানগরবাসী। সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে সাময়িক দু-এক ঘন্টা যানজট কমলেও কিছুক্ষণ পরই প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হিমশিম খেতে হয়। ফলে উত্তর সুরমা থেকে দক্ষিণ সুরমা পর্যন্ত চলাচলকারী যানবাহনসহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
শহর-শহরতলীর যানজট দূরীকরণের লক্ষ্যে রাস্তা, সড়ক-মহাসড়ক প্রশস্ত করণের উদ্যোগ নেন সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি নগরবাসীর কাছ থেকে রাস্তা প্রশস্ত করণে জায়গা চেয়ে রাস্তাগুলো প্রশস্তকরণের উদ্যোগ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যাশা করছেন। তিনি প্রত্যাশা করেন নগরবাসীর সবধনের সহযোগিতা পেলে সিলেট নগরীকে একটি আধুনিক নগরীরূপে উন্নত করার আপ্রাণ প্রচেষ্টা চলিয়ে যাবেন। মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন নগরীর রাস্তা প্রসস্ত করনে যে সব ব্যক্তিবর্গ স্বইচ্ছায় জমি দিয়ে সহযোগিতা করবেন, এসব ব্যক্তিদেরকে কৃতজ্ঞতামূলক সনদ পত্র দিয়ে সম্মানিত করা হবে।
বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রশাসনের প্রতি পূর্ণ প্রত্যাশা নগরবাসীর। নগরীর সর্বস্তরের নাগরিকদের মতে নগরীর জনগুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে শৃংখলা আনা যায় এবং শৃংখলা আনতে কঠোর ভাবে ট্রাফিক আইন প্রয়োগ করা যায়, তবে হয়ত: যানজটের হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে।
সিলেট মহানগরীর জনগুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে বন্দর, সিটি পয়েন্ট, মধুবন (কোর্ট ), সুরমা মার্কেট পয়েন্ট, কীন ব্রীজের সামনা, তালতলা, কাজিরবাজার ব্রীজের মুখ (জিতু মিয়ার) পয়েন্ট. জেলরোডের উভয় পাশের পয়েন্ট, ধোপাদীঘির উভয় পার, সোবানীঘাট, নাইওরপুর, নয়াসড়ক, কুমারপাড়া, চৌহাট্টা, জিন্দাবাজার, জল্লারপার, লামাবাজার, রিকারীবাজার, পুলিশ লাইন, মেডিকেলে উভয় পাশের পয়েন্ট, মিরের ময়দান, সুবিদবাজার, মদিনা মার্কেট, দর্শনদেউড়ী, আম্বরখানা, দরগা গেইট, বড়বাজার, শাহী ঈদগাহ, বালুচর, টিলাগড়, শিবগঞ্জ, উপশহর উভয় পয়েন্ট, মিরাবাজার, কাজিটুলা, বারুতখানা, হাওয়াপাড়া, কীন ব্রিজের দক্ষিণ, ভার্থখলা, কদমতলি, বাস টার্মিনাল, মুক্তিযোদ্ধা চত্বরসহ ৪০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। এ ঝুঁকিপূর্ণ পয়েন্ট গুলোতে রাতদিন যানজট লেগে থাকে। দুর্ঘটনা নিত্য দিনের সাথী।
নগরবাসীর মতে যানজট থেকে রক্ষা পেতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে সবধরনের অবৈধ স্ট্যান্ড গুলো স্থায়ী ভাবে উচ্ছেদ সহ স্থায়ীভাবে আইন প্রয়োগ করা।
নগরী গুরুত্বপূর্র্ণ মোড়ে যানবাহন এলোমেলো ভাবে রাখা, ইচ্ছামত ঘুরানো, অদক্ষ চালক দ্বারা চালিত সকল যাসবানের বিরোধে আইনী ব্যবস্থা গ্রহণসহ রাস্তা দাঁড়িয়ে যানবাহনে যাত্রী উঠা-নামানো যাবাহনের বিরোধে কার্যকারী পদক্ষেপ নেয়া ছাড়া বিকল্প নেই।
শহরবাসী প্রত্যাশা পূরণে এবং আধুনিক নগরী রূপায়নে সব কটি রাস্তাসহ নগরীর গুরুত্বপূর্ণ রাস্তায় বসা সকল ফুটপাত হকার মুক্ত করে আধ্যাত্মিক রাজধানীর মর্যাদা ফিরিয়ে আনা অতীব জরুরী।