বেপরোয়া গাড়ী চালানোর দায়ে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা

97
মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান। ছবি- রেজা রুবেল

স্টাফ রিপোর্টার :
নগরীতে নিয়ম নীতির তোয়াক্কা না করে বেপরোয়া গাড়ী চালানো, চালকসহ ২ জনের অধিক যাত্রী এবং নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার না করায় অন্তত ১০ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা করেছে মহানগর ট্রাফিক পুলিশ।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সড়কে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় নাগরিক সচেতনতা ও অবৈধ যানবাহন বিরোধী অভিযান পরিচালনা করে আসছে মহানগর মেট্রোপলিটন পুলিশ। অভিযানের ধারাবাহিকতায় গতকাল বিকেলে নগরীর তালতলা পয়েন্টে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের টিআই সাইদ আহমদ এবং সার্জেন্ট নূরুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ট্রাফিক নিয়ম নীতি না মানায় ১০ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা এবং আরো বেশ কয়েকজন চালককে মৌখিক সতর্ক করে দেওয়ার পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে চলার আহবান জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সার্জেন্ট নূরুল হুদা জানিয়েছেন, আমাদের এরকম অভিযান ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অব্যাহত থাকবে। তিনি দুর্ঘটনা কমাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।