মন রাখা

44

মিজানুর রহমান মিজান

আমার যদি হত পাখা
উড়ে গিয়ে করতাম দেখা
যেথায় আমার প্রাণ সখা
মন জুড়াত পেলে তার আদরমাখা।।

বন্দে মোরে বলে কয়ে
প্রেম শিখাল তার লয়ে
তামাশা দেখে দুরে রয়ে
ভুলতে পারি না তার ছবি আঁকা।।

কিবা দোষে হলাম দোষী
আমায় করে কুল বিনাশী
দুরে বসে বাজায় বাঁশি
সে বিনে কঠিন আমার থাকা।।

এক হাতে ডাকে মোরে
না বলে দেয় অগ্রসরে
তার প্রেমে পাগলপারা করে
কঠিন হল তার বিরহে বেঁধে মনরাখা।।