সিলেট-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, দেশ এখন গভীর সংকটে নিমজ্জিত। দেশে ভোটের অধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের অভাব প্রকট। মানুষ পরিবর্তন চায়। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর বিশ্বনাথ ও ওসমানীগর উপজেলার মানুষকে ইসলাম ও সুশাসনের পক্ষে অবস্থান নিতে হবে। নির্বাচিত হলে এ দুটি উপজেলায় পরিকল্পিত উন্নয়ন করবো। ইনসাফ ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ ও দেশ গঠনে কাজ করবো। তিনি দুুর্নীতিমুক্ত উন্নয়ন ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে দেওয়াল ঘড়ি প্রতীককে বিজয়ী করতে জনগণের প্রতি আহবান জানান।
সোমবার দিনব্যাপী বিশ্বনাথ উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। সকাল থেকে বিশ্বনাথের নাজিরবাজার, মুফতিবাজার, বাওনপুর, পীরেরবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তব্য রাখেন, ৬ নম্বর ওয়ার্ড খেলাফত মজলিনের সভাপতি আশরফ আলী, কেন্দ্রীয় নেতা মাওলানা আইয়ুব আলী, মাওলানা এখলাছুর রহমান, অধ্যাপক ফজর আলী, ড. মোস্তাক আহমদ, রফিক আহমদ, সিরাজ আলী, ইকবাল হোসেন, ফাহিম আহমদ, আব্দুল হান্নান, বকুল আহমদ, ফয়জুল আহমদ, আফতাব আলী, ইছরাক আলী, রফিক মিয়া, তেরা মিয়া, জমির মিয়া, মাহমদ মিয়া, আশিক মিয়া,আব্দুল মালেক, জুয়েল আহমদ রাজু, আনসার আলী, শামসুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি