শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবারের পিইসি ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। পিইসিতে শতভাগ পাস করেছে। জেএসসিতে পাসের হার ৯৯.১৫ ভাগ। পিইসিতে ৩৯ এবং জেএসসিতে ২০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে জামেয়ার ভাপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক গোলাম রব্বানী বলেছেন জেএসিতে ৪র্থ বিষয় না থাকায় জিপিএ ৫ কমেছে। তিনি এই ফলাফলের জন্য আল্লাহর শুকরিয়া জানান। একই সাথে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মোবারকবাদ জানান।
পিইসি পরীক্ষায় ১০৭ জন অংশগ্রহণ করে সকলে উত্তীর্ণ হয়। এর মধ্যে ৪৯ জন ছাত্র এবং ৫৮ জন ছাত্রী। জিপিএ ৫ পেয়েছে ৩৯ জন। এ-গ্রেড পেয়েছে ৪১ এ মাইনাস ৪১, বি গ্রেড পেয়েছে ৯ জন, সি ৫জন ডি গ্রেড পেয়েছে ১ জন ।
জেএসসি পরীক্ষায় ২৩৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৩৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ২২ ভাগ। এর মধ্যে ১২৮ জন ছাত্র ও ১০৬ জন ছাত্রী। জিপিএ ৫ পেয়েছে ২০ জন । ১০০ জন এ গ্রেডে,৫৮ জন এ মাইনাস, ৩৪ জন বি গ্রেডে,২১ জন সি গ্রেডে ও ১ জন ডি গ্রেডে পাশ করেছে। বিজ্ঞপ্তি