কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বর্ধিত কর্মীসভা বুধবার দুপুরে ভানুগাছ বাজারস্থ আওয়ামীলীগ নেতা আছলম ইকবাল মিলনের বাসভবনে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৬ষ্ঠ বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদকে মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম, এড. এএসএম আজাদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, আছলম ইকবাল মিলন, অধ্যাপক হারুনুর রশীদ ভূঞা, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদও ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, মহিলা আওয়ামীলীগ নেত্রী মুন্না রায়, তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সকল ভেদাভেদ ভূলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি’কে নৌকা প্রতিক বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেন, শান্তি ও উন্নয়ন-অগ্রযাত্রার ধারাকে সমুন্নত রাখতে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নেই। এজন্য আগামী একাদশ সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে দেশের চলমান উন্নয়নকে ত্বরান্বিত করে আওয়ামীলীগকে আবারো বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।