বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
তাহিরপুরে ব্যবসায়ীকে লাঞ্ছিতকারী বিতর্কিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূর্নেন্দু দেবকে তাহিরপুর থেকে বদলি করা হয়েছে। সেই সাথে মঙ্গলবার বিকালে নবাগত ইউএনও হিসেবে তাহিরপুরে যোগদান করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ অফিসার মো. সাইফুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার সরকারি এক প্রজ্ঞাপনে ইউএনও পূর্নেন্দু দেবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। মঙ্গলবার বিকেলে তিনি নবাগত ইউএনওর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
জানা যায়, গত ৩ নভেম্বর শনিবার রাতে ইউএনও পূর্নেন্দু দেব তার বাসভবনের পাশে খেলার মাঠে এক মিল ব্যবসায়ীকে ডেকে নিয়ে অটো রাইস মিলের পাশে বালু রাখার কাজে বাধা দেয়া হয়েছে কি-না জানতে চেয়ে নিরাপরাধ ব্যবসায়ী বেলায়েত হোসেনকে চর, থাপ্পর মারেন। এ ঘটনায় এলাকাবাসী ও বেলায়েত হোসেন এর আত্মীয়-স্বজনরা ক্ষুব্ধ হয়ে ৪ নভেম্বর ইউএনওর অপসারণর দাবিতে উপজেলা সদরে ঝাড়ু ও জুতা মিছিল করেন। বিষয়টি তাৎক্ষণিক মুহূর্তে উপজেলা পরিষদ চেয়ারম্যান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনে মিটমাট হয়ে। কিন্তু রাতেই ওই মিছিলের জের ধরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহ্বায়ক বোরহান উদ্দিন,উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, ইউএনওর হাতে লাঞ্ছনার শিকার ব্যবসায়ী বেলায়েত হোসেন,স্থানীয় শ্রমিক, মজুর, জেলে সহ ৫৪ জনের নামে অহেতুক নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করিয়ে গণহয়রানি করান। মামলার কারণে রাতেই পুলিশ ১৭ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে এবং পরদিন ৫ নভেম্বর আদালতে প্রেরণ করেন। থানার এসআই পার্ডন কুমার সিংহ বাদী হয়ে ওই মামলা দায়ের করেছিলেন।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, তাহিরপুরে নবাগত ইউএনও হিসেবে মো. সাইফুল ইসলাম মঙ্গলবার যোগদান করেছে। তাছাড়া পূর্নেন্দু দেব এর বদলির বিষয়টি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের রুটিন ওয়ার্ক বলেও মন্তব্য করেন।