ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের পল্লীতে সংঘর্ষে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। আগামী ৭ দিনের মধ্যে এসব অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ হলে এলাকাবাসী লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে। এসব অবৈধ অস্ত্র আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলার আশংকাও করছেন স্থানীয় এলাকাবাসি।
শনিবার সকালে উপজেলার দোলারবাজারে অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজহার আলীর সভাপতিত্বে ও আব্দুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আকবর আলী, আশিক মিয়া, আফরোজ আলী, মতিন মিয়া, আকিকুর রহমান, আব্দুল জলিল, আব্দুল আলিম, শহিদুল আলম ছায়াদ মিয়া, মুশফিকুর রহমান, আবুল হোসেন, নেছার আহমদ, আশক আলী, সুনু মিয়া, তারেক আহমদ, দবির মিয়া, আকরাম আলী রুবিজ, জিয়া উদ্দিন, বুরহানমিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, ঘটনার দিন পুলিশের উপস্থিতিতেই তারা প্রতিপক্ষের উপর গুলি বর্ষণ করলেও এখন পর্যন্ত অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করতে পারছে না থানা-পুলিশ। তারা অভিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেফতারের দাবী জানান। সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন হাবিবুল বাশার।