আয়কর মেলায় ৩য় দিনে আদায় ১০ কোটি টাকা, সেবা গ্রহীতা ৩ হাজার ৪১০ জন

48

সিলেটে আয়কর মেলার ৩য় দিনে ১০ কোটি ৪ লাখ ৫৫ হাজার ৬৩০ টাকা কর আদায় হয়েছে। মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ৩ হাজার ৪০১ জন, রিটার্ণ দাখিল করেছেন ৯৮৮ জন এবং নতুন ইটিআইএন নিয়েছেন ৬৭ জন।
একই দিনে সুনামগঞ্জ জেলায় মেলার ২য় দিনে ১৩ লাখ ৬৩ হাজার ৫২০ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ১ হাজার ৮১ জন, নতুন ইটিআইএন প্রদান করা হয় ১৬ জনকে এবং ২৮৩ জন রিটার্ন দাখিল করেন। মৌলভীবাজার জেলার মেলায় ১ম দিনে মোট ৮৪৫ জন করদাতা সেবা গ্রহণ করেন, নতুন ইটিআইএন প্রদান করা হয় ৮ জনকে এবং মোট ৬২৬ জন করদাতা রিটার্ন দাখিল করেন।
হবিগঞ্জ জেলার মেলায় ১ম দিনে ৮ লাখ ২০ হাজার ৪৫৩ টাকা কর আদায় করা হয়েছে। মেলায় সেবা নিয়েছেন ৭১২ জন,নতুন ১৫ জনকে ই-টিআইএন প্রদান করা হয় এবং ৩৪৫ জন করদাতা রিটার্ন দাখিল করেন।
বালাগঞ্জ উপলোর ভওাম্যমান কর মেলায় ১২৯ জন করদাতা সেবা গ্রহণ করেন, মোট ৯৩ জন করদাতা রিটার্ন দাখিল করেন এবং কর আদায়ের পরিমাণ ৫৭ হাজার টাকা।
গত বুধবার মেলার দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে ৩ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৯৮৮ টাকা কর আদায় হয়, ১ হাজার ৮৩০ জন, নতুন ইটিআইএন নিয়েছেন ৮৩ জন। এদিন মেলায় মোট ৯৯৬ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন।
এর আগে মঙ্গলবার মেলার উদ্বোধনী দিনে ২ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে। মেলা প্রাঙ্গণ থেকে সেবা নিয়েছেন ৯৮১ জন করদাতা, নতুন ইটিআইএনধারী হয়েছেন ৪০ জন। তিনদিনে মেলা থেকে ১৬ কোটি ৫ লাখ ৯০ হাজার ৩৬৮ টাকা কর আদায় করা হয়েছে।