দলীয় প্রার্থীকে বিজয় করতে যুব সমাজকে সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করতে হবে – তাফিমূল হক

16

যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি হাফিজ তাফিমূল হক বলেছেন, দেশে ইসলাম ও মুসলমানদের আজ দুর্দিন চলছে। মানুষের জান মালের কোন নিরাপত্তা নেই। এমন অবস্থায় ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ সংসদ নির্বাচনে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত সময়োপযোগী। সরকার মনে করছিল, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটা তামাশার নির্বাচন দিয়ে ক্ষমতা আকড়ে ধরবে। তাদের স্বপ্ন এখন ধুলিষাত হয়ে গেছে। তাদের এ স্বপ্ন এবার জনগণ কখনো মেনে নিবেনা। তিনি বলেন, আমরা ২০ দলীয় জোটের অন্যতম একটি রাজনৈতিক দল হচ্ছে জমিয়ত। জোটের সকল কর্মসূচীতে আমাদের সবর উপস্থিতিও ছিল। সে ক্ষেত্রে সংসদ নির্বাচনে জোটের কাছে আমাদের দলীয় প্রার্থীদের তালিকা দেয়া হয়েছে এবং আমরা আশাতীত হয়েছি আমাদের উল্লেখযোগ্য আসনগুলো ছেড়ে দেবে। তাই আমাদের দলীয় প্রার্থী যে যেখানে হোকনা কেন তাদেরকে বিজয় করতে সকল ভয়ভীতি উপেক্ষা করে যুব জমিয়ত নেতৃবৃন্দকে সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করতে হবে।
তিনি বুধবার রাতে সিলেটে সাংগঠনিক সফরে আসলে মহানগর যুব জমিয়তের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসহাক কামাল, মহানগর যুব জমিয়তের সভাপতি মোহাম্মদ কবির আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল আমীন নগরী, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী। বিজ্ঞপ্তি