হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সজল সরকার (২২) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কটিয়া সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-১৩৮৯) মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও নামক স্থানে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ট্রাক্টর শ্রমিক সজল সরকার মারা যান। গুরুতর আহত ট্রাক্টর চালক রুবেল মিয়া (২৮) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। ট্রাক্টর চালক রুবেল মিয়া উপজেলার পূর্বজয়পুর গ্রামের ইয়াকুত মিয়ার ছেলে।
বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।