বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইউসুফ আলী আর নেই (ইন্নালিল্লাহি ও ইন্নাইল্লাহি রাজিউন)। ৯ নভেম্বর সকাল সাড়ে ৮টায় কিডনি রোগে আক্রান্ত হয়ে দরগাহ গেইটস্থ নুরজাহান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি মেসার্স হাজী ইউসুফ আলী এন্ড সন্স সিএনজি ফিলিং ষ্টেশন ঘোপাল সিলেট, মেসার্স হাজী ইউসুফ আলী এন্ড সন্স ফিলিং ষ্টেশন খাগাইল কোম্পানীগঞ্জ সিলেটের স্বত্ত্বাধিকারী ছিলেন। তিনি বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসাসিয়েশনের সিলেট ডিভিশনের সহ-সভাপতি, পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশনের সিলেট ডিভিশনের কার্যকরী কমিটির সদস্য, কুচাই মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসার কার্যকরী কমিটির সদস্য, সিলেট সুনামগঞ্জ বাস মিনি বাস মটর মালিক গ্র“পের কার্যকরী কমিটির সদস্য, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইনডাস্টি এর সাধারণ সদস্য এবং সামাজিক বিভিন্ন জনহিত কর কাজে সাহায্য এবং সহযোগিতা দান করতেন।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসাসিয়েশনের সিলেট ডিভিশনের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল-মাহমুদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সহ-সভাপতি সাজুওয়ান আহমদ, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন আহমদ, আমিরুজ্জামান চৌধুরী, জুন্নুন মোহাম্মদ খান, কয়েছ গাজী, মাহবুব রহমান, ফয়েজ উদ্দিন আহমদ, সৈয়দ সাইফুল ইসলাম, ইফতেখার আহমদ, সুব্রত ধর বাপ্পি, ব্যারিষ্টার রিয়াসাদ আজিম, মাহবুব হোসেন টেকন, সাব্বির আহমদ, আব্দুল হান্নান, গোলাপ মিয়া, ফরিদ আহমদ, নুরুল হক, আবুল কালাম, ইকবাল আহমদ, এটি এম আফজল কবীর, আখতার ফারুক লিটন, ফখরুল ইসলাম, সায়েম আহমদ, আব্দুল কুদ্দুস, আব্দুস সামাদ, গোলাম রাব্বানী, আলী আফছার মোহাম্মদ ফাহিম, আলী আহমদ, শের আলী হেলার চৌধুরী প্রমুখ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের নামাজের জানাযা আজ ১০ নভেম্বর শনিবার বাদ যোহর বেলা ২টায় গঙ্গানগর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। এতে পরিবারের পক্ষ থেকে সর্বহলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।