জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে বেড়িবাঁধ কেটে হাওর শুকিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের খাপনার বন নামক হাওরে।
জানা গেছে, গত ৬ নভেম্বর মঙ্গলবার রাতে গন্ধর্বপুর গ্রামের মৃত আবদুস ছালামের ছেলে এখলাছুর ও হাবিজুর রহমান মাছ নিধনের জন্য স্থানীয় হাওর রক্ষা বেড়িবাঁধ কেটে দেয়। এতে হাওরের পানি কেটে দেয়া ভাঙন দিয়ে নদীতে নেমে যায়। যে কারণে হাওর শুকিয়ে যাওয়ায় হাওরে জমি আবাদ করা যাচ্ছে না। তাই পানির অভাবে বোরো চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা।
এ ব্যাপারে ৮ নভেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন গন্ধর্বপুর গ্রামের কৃষক মজলু মিয়া ও ফরাছ মিয়া।