কে.এম.লিমন গোয়াইনঘাট থেকে :
সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন আইনের সঠিক প্রয়োগ, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সেবা প্রদান করে জনগণের চাহিদা পূরণে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ, বাল্য বিবাহ, যৌতুক ও মাদকসহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধি করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে স্কাউটিং কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের মূল চালিকা শক্তি শিক্ষা, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থার অগ্রগতিতে সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ এবং সুশীল সমাজের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসির উল্ললাহ খান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যাক্ষ ফজলুল হক প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, কামরুল হাসান আমিরুল, মাহবুব আহমেদ, খালেদ আহমেদ, শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, জাফলং ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, জাফলং পাথর ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন, বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক আহমেদ। এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।