সৌমেন দেবনাথ
মানুষ বড় বিচিত্র ভাই
চলো মানুষ চিনে,
ক্ষতি তোমায় করতে পারে
সন্ধ্যা, রাত বা দিনে।
মধুর আলাপ মিষ্টি হাসি
বুঝতে করো না ভুল,
অতল তলে যাবে পড়ে
মানুষের মনে ধূল ঝুল।
ফাঁক খোঁজে ফাঁপরে ফেলতে
সামনে সতী সাধ্বী,
আলতা দিদি পুলতা দিদি
সবাই শুচি মাধবী ।
মুহূর্তের মাঝে রং বদলায়
পর করবে কাল গেলে,
মানুষ চিনতে ভুল করলে ভাই
খাবোল খাবে গালে।