আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

42

৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার ইসলামপুর পোড়াবাড়ী মহা প্রভু আখড়া প্রাঙ্গণে ট্রাইব্যুনাল ওয়েল ফেয়ার এসাসিয়েশন সিলেট‘র উদ্যোগে আদিবাসীদের নিয়ে আলোচনা সভার মধ্যদিয়ে দিবস উদযাপন করা হয়।
সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রান্ত রিছিলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিলন উরাং এবং মহিলা সম্পাদিকা আলোমনি গঞ্জুর যৌথ পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন অবহেলিত আদিবাসী জনগোষ্ঠি বিগত বহুদিন যাবত তারা কষ্টে দিন যাপন করছে তাদের দিকে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি রাখা অতি প্রয়োজন। অনেক দিন যাবত তারা বিভিন্ন দাবী দাওয়া নিয়ে অপেক্ষিত কিন্তুক এখন পর্যন্ত আদিবাসী জনগোষ্ঠিদের দাবী দাওয়া পূর্ণ হয়নি। এখন থেকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন তাহলে অবশই আপনাদের কাংখিত দাবী পূরণ হবে। এ বিষয়ে সরকারের নিকট দাবীগুলো জানান দেওয়া অতি জরুরি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবী মো: সিকন্দর আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬নং টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, নারী নেত্রী মারিয়ান চৌধুরী মাম্মি, সংগঠনের চেয়ারম্যান দানেস সাংমা আদিবাসী জনগোষ্ঠির বিভিন্ন সমস্যা চেয়ারম্যানের নিকট তুলে ধরেন, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক পূর্ণ চরণ গঞ্জু প্রমুখ। অনুষ্ঠান শুরুতে গিতাপাঠ, আদিবাসী ছেলে মেয়েরা নিজের ভাষা দিয়ে মনমাতানো গান পরিবেশন অংশগ্রহণ করেন উরাং গঞ্জু, মুন্ডা সম্প্রদায়ের আদিবাসী জনগণ, এবং সর্ব শেষে কাঠিঁনাচ, দলীয় নৃত্য ঝুমুর নাচের মধ্যে দিয়ে সমাপ্তি হয়। অংশগ্রহণে ছিলেন, কাঠিনাচে বালুচর গ্র“প, দলীয় নাচ মংলিপার গ্র“প, ঝুমুর নাচে পোরাবাড়ী গ্র“প। বিজ্ঞপ্তি