কার ফ্রী সিটি’স এলায়েন্স বাংলাদেশ এর আত্মপ্রকাশ উপলক্ষে গত ২৮ জুলাই শনিবার বিকালে সিলেট বিভাগীয় সহযোগী সংগঠন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন সিলেটের সহযোগিতায় নগরীর পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এর সামনে এক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান খান শামছু সভপতিত্বে ও অফিস সম্পাদক আল আমিন আহমেদ নাঈমের পরিচালানায় র্যালি পরবর্তী মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোরয়ার জাহান বাবুল। বক্তব্য রাখেন আল-মাদনী পরিষদ সিলেটের উপদেষ্টা কুতুব উদ্দিন শহিদি, সভাপতি হানিফুজ্জামান জসিম, সিলেট ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক রেজুয়ান আহমেদ লিপেন, ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশের প্রচার সম্পাদক আলী হোসাইন। উপস্থিত ছিলেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আব্দুল মোমেন জুবের, সদস্য বাপ্পি হোসেন, সামীম আহমেদ, নাজমুল ইসলাম, আতিকুর রহমান জাকির, তাহমিদ আহমেদ, ফায়েক আহমেদ, মাসুম আহমদ, শান্ত দাশ, সাকিক আহমেদ, তপু দাশ প্রমুখ।
“সময় বাঁচাই, দূষণ কমাই ব্যক্তিগত যান্ত্রিক যান পরিহার করি, যানজট মুক্ত দেশ গড়ি” এই শ্লোগান সামনে রেখে কার ফ্রী সিটি’স এলায়েন্স বাংলাদেশের উদ্বোধন উপলক্ষে দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যান্ত্রিক যানের আধিক্যের কারণে বায়ুদূষণ, শব্দদূষণ, সময় অপচয়, খেলার জায়গা সংকট এবং সড়ক দুর্ঘটনার পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গাড়িমুক্ত শহর গড়ে তুললে আমাদের নিরাপদে সব জায়গায় যাতায়াত সম্ভব হবে। মূল্যবান সময়টুকু আমাদের দৈনন্দিন জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারব। যান্ত্রিকযান মুক্ত শহর গড়ে তুলতে পারলে শহরে পর্যাপ্ত উন্মূক্ত স্থান ও গণপরিসরের ব্যবস্থা করা যাবে। যেখানে সামাজিকীকরণের সুযোগ বৃদ্ধি পাবে। শিশুরা নিরাপদে ও নির্বিঘেœ খেলাধূলা করতে পারবে। বিজ্ঞপ্তি