ঘর জামাই

140

তা-রে-ক-লি-ম-ন

উঠি বসি তোমার কথায়
তোমার কথায় ঘুমাই খাই
মাথা পেতে সব সয়ে নেই
কারণ আমি ঘর জামাই,

তোমার বাবার বাড়িতে থাকি
এই কারণেই দেখাও ঝাল
কথায় কথায় শুনাও আমায়
মন্দ ভাষায় গালাগাল,

তোমার বাড়ির সবাই আমায়
চাকর ভেবে কাটায় ঘাস
তুমিও সোনা, কম করো না
একাই করো সুখ বিলাস,

কেনো যে তোমায় করলাম বিয়ে
জীবনটাই আজ গেলো
বেদের মেয়ে জোছনা আমার
অনেক ভালো ছিলো,

তোমার বাবার টাকার লোভে
তোমায় করে বিয়ে
টানাটানি পড়েছে এখন
আমার জীবন নিয়ে,

জীবন বাঁচানো দায় পড়েছে
পড়েছি জমের হাতে
ভেবে দেখলাম, বাঁচতে হলে
পালাতে হবে রাতে,

পাশের বাড়ির লায়লা আমায়
ফোন করেছে আজই
পালিয়ে গিয়ে করবো বিয়ে
আমিও তাতে রাজি,

কপাল তোমার পুড়বে এবার
জ্বলবে আগুন বুকে
লায়লায় আমি মজে রবো
থাকবো মহা সুখে……..