বিশ্বে মিনিটে শরণার্থী হচ্ছেন ৩০ জন

26

কাজিরবাজার ডেস্ক :
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে শরণার্থীর সংখ্যা এখন সবচেয়ে বেশি। সংঘাত-সহিংসতার কারণে ঘরছাড়া-দেশছাড়া হয়েছে বিশ্বের নানা প্রান্তের সাত কোটিরও বেশি মানুষ। এর অর্ধেকের বেশি আবার শিশু।
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ।
প্রতিবেদনে বলা হয়, গেল এক বছরে বিশ্বে শরণার্থীদের সংখ্যা বেড়েছে ১ কোটি ৬২ লাখ। প্রতি মিনিটে শরণার্থী তালিকায় যুক্ত হচ্ছেন ৩০ জন মানুষ। যার অর্ধেকের বেশিই শিশু।
বিভিন্ন দেশে সবচেয়ে বেশি শরণার্থী রয়েছে সিরিয়ার, যার সংখ্যা প্রায় ৫৬ লাখ। এরপরই অবস্থান আফগানিস্তান এবং দক্ষিণ সুদানের। আর এসব শরণার্থীদের ৮৫ শতাংশেরই আশ্রয় মিলছে উন্নয়নশীল দেশগুলোতে। যার ফলে আরও বাড়ছে সংকট।
বর্তমানে সবচেয়ে বেশি শরণার্থী আশ্রিত তুরস্কে, যার সংখ্যা প্রায় ৩৫ লাখ। এছাড়া পাকিস্তান এবং উগান্ডায় রয়েছেন ১৪ লাখ করে শরণার্থী।
অন্যদিকে মিয়ামানমার রাখাইন ছেড়েছেন প্রায় ১১ লাখ মানুষ। যাদের ১০ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম। তাদের আশ্রয় হয়েছে বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে।