গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে নিসচার ইফতার মাহফিলে হাফিজুর রহমান নামে ট্রাফিকের এক এসআই এর মোবাইল চুরির দৃশ্য সিসি ক্যামেরায় দেখে চোরকে শনাক্ত করে তাকে আটক করা হয়েছে। আটকের পর তার কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার করছে পুলিশ। সে উপজেলার উপজেলার বাঘা ইউপির রস্তমপুর গ্রামের মৃত আব্দুল মছব্বির আলীর ছেলে আব্দুল মুকিত (৫০)। বুধবার সন্ধ্যায় গোলাপগঞ্জ চৌমুহনীর বাদশা রেষ্টুরেন্টে নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। আর এই ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ছাড়াও ট্রাফিক পুলিশের সকল সদস্যরা অংশগ্রহণ করেন। আর এই ইফতার মাহফিলে চোর চক্রের ঐ সদস্যও অংশগ্রহণ করে। ইফতার শেষে ট্রাফিক পুলিশের এসআই টেবিলে মোবাইল রেখে হাত পরিষ্কার করতে যান। আর এই সুযোগকে কাজে লাগিয়ে চোর চক্রের ঐ সদস্য টেবিলের মোবাইলটি পকেটে ভরে। পরে সিসি ক্যামেরার মাধ্যমে চোরকে শনাক্ত করা হয়। পরে গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মাধ্যমে চোরকে আটক করে। থানায় অনেক জিজ্ঞাসাবাদের পর চুরির বিষয়টি স্বীকার করে এবং লুকিয়ে রাখা মোবাইলটি পুলিশকে এনে দেয়। এ ব্যাপোরে গোলাপগঞ্জ মডেল থানার ওসি শিবলীর সাথে আলাপ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।