গৌরাঙ্গ সুন্দর পাত্র
মানুষের কেটে যায় কাল
অলস শয্যায় শুয়ে থাকে
মুহূর্তের সোনালি আলাপন,
ঊষসী আকাশ নয়, নয় সেই নির্নিমেষ চাঁদ
সরব স্তনের মাঝে আঙ্গুলের মতন গোপনে
কাঁদে আজও কয়েকটি রমণ।
এভাবেও বাঁচা যেত আবিষ্ট মোহকে ছেড়ে
সময়ের বুকে রেখে ক্ষত,
সব পাওয়া মুষ্ট্যাঘাতে ভেঙ্গে দিলে
আকাশের চাঁদ হত নত।
কিন্তু বৃথা মানুষের কেটে যায় কাল
বার বার তারা শুধু পরাজিত হয়
তবুও বোঝে না কেউ
প্রতি পলে কান্নাকাটি
মমতার হয়েছে বিলয়।