ভারতে ধর্ষণের দায়ে দোষীকে ফাঁসির বিধান

22

কাজিরবাজার ডেস্ক :
বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে ১২ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণের দায়ে দোষীকে ফাঁসি দেয়ার বিধান করা হয়েছে। দেশটির মন্ত্রিপরিষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এমন তথ্যই জানিয়েছে। শনিবার দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের সাজার অধ্যাদেশ জারি করা হয়।৫ দিনের বিদেশ সফর শেষে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় এই অধ্যাদেশ জারি করা হয়। আর এই উদ্যোগকে শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে ভারত সরকারের কঠোর হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে।
গত ১০ জানুয়ারি কাশ্মীরের কাঠুয়া শহরের রাসানা এলাকায় ৮ বছরের এক শিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ভারত জুড়ে ক্ষোভের মুখে গত সপ্তাহে নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেনকা গান্ধী এ সংক্রান্ত আইনে পরিবর্তনের কথা বলেন। মন্ত্রিপরিষদের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। অবশ্য এ ধরনের সুপারিশ এটিই প্রথম নয়।এর আগেও অনেকবার এ ধরনের পরিবর্তন আনতে সুপারিশ করা হয়েছে। এর আগে দিল্লিতে ২৩ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের পর ধর্ষণের আইনগুলো পুনর্বিবেচনার জন্য বিশেষজ্ঞরা জোর দাবি উত্থাপন করা হয়েছিল।