বিশ্বনাথে নবনির্মিত আল মদিনা এতিমখানার উদ্বোধন ॥ ইসলাম শান্তির ধর্ম, যারা বোমাবাজি করে তারা ইসলাম ও দেশের শত্রু

65

বিশ^নাথ উপজেলার পানাউল্লাহ বাজার এলাকায় নবনির্মিত আল মদিনা এতিমখানার উদ্বোধন করা হয়েছে। রবিবার আল মদিনা এতিমখানার উদ্বোধন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
এ উপলক্ষে আল মদিনা দাখিল মাদরসা ও আল মদিনা এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী।
উদ্বোধকের বক্তব্যে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন, আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে জানতে হবে। নামাজ, রোজা, যাকাত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ধনী ব্যক্তিদের উপর গরীবের হক রয়েছে। সেই হক সম্পর্কে জানতে হবে। তিনি বলেন, সমাজের রন্দ্রে রন্দ্রে আজ দুর্নীতি বিহায়াপনা, মিথ্যাচার, অনাচার, জুলুম ছড়িয়ে পড়ছে। প্রশাসন থেকে সর্বক্ষেত্রে এ অবস্থা বিরাজ মান। নবী করিম (সা.) বলেছেন, কিয়ামতে প্রথম আলাম হলো যখন কোন দেশ ও বা সমাজে মা -বোন, নারীরা নির্যাতিত হবে তখন বুঝতে হবে কিয়ামত নিকটন্য। প্রতিদিন দেশের কোথায় না কোথায় শিশু থেকে শুরু করে নারীরা ধর্ষণের শিক্ষার হচ্ছে, হত্যার শিক্ষার হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্য শফিকুর রহমান চৌধুরী বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। মানুষ হতে শিক্ষা দেয় ইসলাম। হযরত মোহাম্মদ (সা.) এর মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করেছি। যারা ইসলামের নাম ব্যবহার করে বোমাবাজি, সন্ত্রাসী করে তরা ইসলাম ও দেশের শত্র“। ইসলাম শিক্ষা নিয়েছে যারা তারা কখনো ইসলামের নাম নিয়ে বোমাবাজি করতে পারে না।
পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মদিনা দাখিল মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ¦ ছমরু মিয়া ও আলহাজ¦ সমুজ আলী।
মো: আজম আলী এবং মৌলভী নজরুল ইসলামের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও এতিমখানার উদ্যোক্তা মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশ^নাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পংকি খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, ১নং মোল্লার গাও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ মখন মিয়া, ৩নং অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, ২নং খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন সিদ্দিকী, চেয়ারম্যান ফখরুল ইসলাম সায়েস্তা, হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মইনুল ইসলাম পারভেজ, সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো: নোমান, বিশ^নাথ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, ইমরান আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, উত্তর বিশ^নাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, শাবিপ্রবির প্রফেসর ড. মো: মোজাম্মেল হক, প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, প্রফেসর ড. মো: আল আমীন, দিনাজপুর সরকারী কলেজের সহকারী অধ্যক্ষ মো: মাগফুর হোসেন ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তা ছয়ফুল আলম চৌধুরী। বিজ্ঞপ্তি