স্টাফ রিপোর্টার :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৪ কেজি ৬০২ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকার অধিক।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়- গতকাল দুপুর পৌণে ১২ টার দিকে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানে তল্লাশী চালিয়ে একটি ২৮/সি নম্বর সিটের নিচে স্কচস্টেপ মোড়ানো স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৬০২ গ্রাম। তবে বারগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত স্বর্ণের দাম প্রায় দেড় কোটি টাকারও অধিক বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।