অসীম ঘোষাল
আমরা মা নই বোন নই কেউ কোনো নই
স্বাদের পর স্বাদের চমক লাগানো মনরমা-
পিতার স্পর্শ আসেনি কখনো
মাতারো স্পর্শ গেছে ভুলে বহুকাল মন।
ঠোঁটের কোণে- যৌনাঙ্গে-সশরীরে আছে লেগে
মৃদুল সুদেব কত পুরুষের স্পর্শ-
সেদিন চোখের কোনে এসেছিল জল-
ফুটপাতে ওই মাতৃক্রোড়ে শিশুটির দিকে চেয়ে চেয়ে
মায়ের মুগ্ধিত হাসি আর শিশুর কলরবে।
মাতৃত্ব স্বাদের কাক্সিক্ষত অনুভবে-
সেদিন কেন এসেছিল চোখে- বুকে ব্যথা
আমি তো মা নই-!
আমরা এক লালসার তৃপ্তিময় জীব।
এ হাত থেকে ও হাতে, বুক থেকে উরু
হাজার হাজার পুরুষের চাহিদার মজলিসে
রাতের পর রাত কেটে যায়-
ওদের খেয়াল খুশিতে পাশবালিশের মতো।