ঋতুরাজের আগমনে

28

কবির কাঞ্চন

শীত শেষে বসন্ত এলো
রানীর মুকুট পরে
নব প্রাণে সুখের জোয়ার
তরুলতার চরে।

সবুজবনে রঙ লেগেছে
রূপের রাণীর বেশে
মৃদু হাওয়া প্রাণ জুড়াতে
আসছে ভেসে ভেসে।

কৃষ্ণচূড়া পলাশ ফোটে
চাঁপা বেলী গাঁদা
অলি ছুটে মাতাল হয়ে
ছুটে শাহাজাদা।

ফুলের ঘ্রাণে ছন্দ আনে
মৌ মৌ সুবাস প্রাণে
গাছে গাছে ডাকছে পাখি
মধুর কলতানে।

পাখির গানে ফুল ফুটেছে
ফল ধরেছে গাছে
ঋতুরাজের আগমনে
আম্র মুকুল নাচে।