কানাইঘাট পৌরসভার মেয়র এর বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু

43

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিনের বিরুদ্ধে পৌর সভার উন্নয়ন কাজে নানা অনিয়ম দুর্নীতি, স্বজন প্রীতি ও বৈষম্য মূলক অভিযোগ এনে পৌর সভার ৭জন কাউন্সিলর সম্প্রতি তার বিরুদ্ধে বাদী হয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক, স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ-পরিচালক সহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের আনিত তদন্ত কাজ শুরু করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং।
জানা গেছে, স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ-পরিচালক মেয়র নিজাম উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ তদন্তের জন্য ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং কে তদন্ত কর্মকর্তার দায়িত্ব দিলে তিনি গত বৃহস্পতিবার মেয়রের বিরুদ্ধে ৭জন কাউন্সিলরের দায়েরকৃত অভিযোগের তদন্ত শুরু করেন। পৌরসভার কানাইঘাট থানা হতে মনছুরিয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য গত অর্থবছরে পৌরসভার অর্থায়নে ১৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। অনিয়ম দুর্নীতির মাধ্যমে অতি নি¤œমানের কাজ হওয়ায় ৩/৪ মাসের মধ্যে সংস্কারকৃত রাস্তাটির অংশ খানাখন্দকে ভরে যায়। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয় বলে গত বৃহস্পতিবার সরেজমিনে তদন্ত কালে কয়েকজন কাউন্সিলর রাস্তাটির চিত্র তদন্তকারী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সামনে তোলে ধরেন। ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, মেয়র নিজাম উদ্দিনের বিরুদ্ধে ৭ জন কাউন্সিলর যে অভিযোগ এনেছেন, তা সত্য না মিথ্যা তার তদন্ত আমি শুরু করেছি। তবে পৌর মেয়র নিজাম উদ্দিন বার বার জানিয়ে আসছেন ৭জন কাউন্সিলরের দায়েরকৃত অভিযোগের কোন সত্যতা নেই। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।