হোটেল শ্রমিক নেতা আবুল কালাম এর স্মরণ সভায় বক্তারা ॥ মালিক গোষ্ঠির দালালদের মুখোশ উন্মোচন করেই আন্দোলনকে অগ্রসর করে নিতে হবে

38

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাবেক সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন এর সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, এনডিএফ সিলেট জেলা শাখার প্রয়াত নেতা এবং সা¤্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালাল পুঁজি বিরোধী আপোষহীন শ্রমিকনেতা আবুল কালাম আজাদ এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। ৩ মার্চ শনিবার সকাল প্রয়াত নেতার সমাধিস্থলে (মানিকপীর কবরস্থান) বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটি, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন ও এর বিভিন্ন শাখা কমিটি, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার হোটেল শ্রমিক নেতৃবৃন্দ, এনডিএফ সিলেট জেলার নেতৃবৃন্দ, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ, পরিবারসহ ২০ টি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক শ্রমিকনেতা মো: ছাদেক মিয়ার পরিচালনায় শপথ পাঠ করান বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিকনেতা আব্দুল খালেক।
এবং বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক শ্রমিকনেতা মো: ছাদেক মিয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিকনেতা আব্দুল খালেক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস ও দপ্তর সম্পাদক রহমত আলী ও সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাদল সরকার।
আবুল কালাম আজাদ আমৃত্যু হোটেল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের পাশাপাশি শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে সংগঠন সংগ্রাম করে গেছেন।
বক্তারা শ্রম আইন বাস্তবায়নের আন্দোলনকে জোরদার করে আবুল কালাম আজাদ ভাইয়ের অসমাপ্ত কাজকে এগিয়ে নেওয়ার মাধ্যেমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে।
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম-আহবায়ক ও মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা মোস্তফা কামাল এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হোটেল রেস্টুরন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কাউসার খান, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান সুহেল, বাংলাদেশ হোটেল রেস্টুরন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি মোঃ ময়না মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, সাংঘঠনিক সম্পাদক মোঃ ইমান আলী, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমীন, মালনীছড়া রাবার শ্রমিক সংঘ এর সভাপতি জয় মাহাত্ম কুর্মী, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক একে আজাদ সরকার, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক আল-আমীন তালুকদার। বিজ্ঞপ্তি