কাজিরবাজার ডেস্ক :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য আজকের কার্যতালিকায় রয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে রবিবারের কার্যতালিকায় ৩৬ নম্বরে রয়েছে এটি।
গত বৃহস্পতিবার হাইকোর্টের এ বেঞ্চ দুদকের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রবিবার ২টা নির্ধারণ করেন। ওই দিন সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল গ্রহণ এবং তাকে দেয়া অর্থদণ্ড স্থগিত করে আদালত।
৮৮০ পৃষ্ঠার জামিন আবেদনে খালেদা জিয়ার বয়স, শারীরিক অবস্থা ও সামাজিক মর্যাদা বিবেচনাসহ মোট ৩২টি যুক্তি দেখানো হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতে রায় ঘোষণা করা হয়। রায়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া তারেক রহমানসহ মামলার অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়।