কমলগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে দিনব্যাপী লোকজ উৎসব উদ্বোধন

58

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
উৎসবের রঙে বাঁধি প্রাণের দোতরা এই শ্লোগানকে ধারণ করে (২৪ ফেব্র“য়ারি শনিবার) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঐতিহাসিক কৃষক বিদ্রোহের স্মৃতিবিজড়িত ১নং ভানুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী লোকজ উৎসব-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। কানামাছি, বউচি, ফুলগুটি, দড়ি লাফ, গাজীর গান, পুঁথিপাঠ, ধামাইলসহ লোকজ খেলাধুলা, নাচ, গান, পালা নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে এ লোকজ উৎসব অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী লোক প্রাণের উদীচীর লোক-সাংস্কৃতিক উৎসব দুপুর ১২টায় উৎসবের উদ্বোধন করেন রমজান আলী বয়াতি। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে লোকজ উৎসব উপলক্ষে আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, উদযাপন কমিটির আহবায়ক আহমদ সিরাজ ও সদস্য সচিব জহর লাল দত্ত প্রমুখ।