এম. এ. জি ওসমানীর ৩৪তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধা নিবেদন ও দোয়া

38

জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নুরুল ইসলাম খানের নেতৃত্বে জাতীয় জনতা পার্টির কেন্দ্রিয়, সিলেট জেলা ও মহানগর পার্টির নেতৃবৃন্দ এবং ওসমানী অনুসারীগণ এম এ জি ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ১৫ ফেব্র“য়ারী বাদ আছর সিলেট হযরত শাহজালাল রহ. মাজার গোরস্থানে ওসমানীর মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর সকল সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা ও দেশবাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা সভাপতি এডভোকেট আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী।
সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় জনতা পার্টির প্রধান সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খান বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থেকে মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
উক্ত মাজার জিয়ারত ও মিলাদ মাহফিলে কেন্দ্রিয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুুজা, অধ্যক্ষ শফিকুর রহমান, জাতীয় কমিটির সহ প্রচার সম্পাদক মাহমুদুর রহমান লায়েক, সিলেট জেলা সভাপতি প্রবীণ আইনজীবী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী, সহ সভাপতি হাবিবুল ইসলাম শাহ, সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কমান্ডার শাহাবুদ্দিন সাবু, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, মহানগর সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, আমিনুল ইসলাম বকুল, এম এ রউফ, আফিজ উদ্দিন, কমান্ডার কাজী মায়াত মিয়া, দিলোয়ার হোসেন দিলশাদ, মোঃ ইয়াহিয়া মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি